হিটলারের বিখ্যাত উক্তিসমূহ

হিটলারের বিখ্যাত উক্তিসমূহ


“এ পৃথিবীর সত্যের রুপটা আমি এতো দিন খুজেঁছি এবং আবিস্কার করেছি সেই নির্মম বাস্তবকে। এখানে রাজনীতিতে শুধুমাত্র ক্ষমতার লড়াই চলছে। টিকে থাকার প্রতিযোগিতাই হচ্ছে সামাজিক জীবন। যার ক্ষমতা যত বেশি ততো বেশি আগ্রাসী অভিযান চালিয়ে দুনিয়ার বুকে নিজের বৃহত্তর অধিকারকে কায়েম করছে। দূর্বলেরা শুধু মার খায়।”- এই ধরনের অনেক বিখ্যাত কথার জন্ম দিয়েছেন দুনিয়া কাঁপানো এক ব্যক্তি যার নাম কারো কাছেই অপরিচিত কিছু নয়। হিটলারের অনেক উক্তি থেকে আপনাদের জন্য ১০ টি বিখ্যাত উক্তি তুলে ধরছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

  1. একজন বড় মিথ্যাবাদী, একজন বড় জাদুকরও।
  2. অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি।
  3. যে যুবক ভবিষ্যৎকে জয় করে, সে হয় একা।
  4. সন্ত্রাস, নাশকতা, হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও, এটাই যুদ্ধের ভবিষ্যৎ।
  5. যে ব্যাক্তি আকাশকে সবুজ দেখে এবং জমিনকে আঁকে নীল রঙে তাকে নপংসুক করে দেয়া কর্তব্য।
  6. যদি কোন মিথ্যাকে তুমি বারবার এবং সাবলীলভাবে বলতে পারো তবেই তা বিশ্বাসযোগ্য হবে।
  7. একজন খ্রিস্টান হিসেবে প্রতারিত হওয়া আমার কর্তব্য নয়, কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা।
  8. জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান নয়তো কিছুই নয়।
  9. ক্তি প্রতিরোধে নয়, আক্রমণেই প্রকাশিত হয়।
  10. কে বলেছে আমি ঈশ্বরের দ্বারা সুরক্ষিত নই।

Post a Comment

Previous Post Next Post