জেনেসারি: অটোম্যান সাম্রাজ্যের মেরুদণ্ড
১২৯৯ সালে উসমানের হাত ধরে পশ্চিম এশিয়ায় যে শিশুরাজ্যের আত্মপ্রকাশ, তার বিস্তার ঘটে তিনটি মহাদেশে। বাগদাদ এবং কর্ডোবা থেকে মুসলিম শাসনব্যবস্থা ক্ষয়ে যাবার কালে অটোম্যানদের পরাশক্তি হিসেবে উত্থান ইউরোপ ও এশিয়াকে দিয়েছে নয়া রাজনৈতিক সমীকরণ। ১৯২২ সালে মোস্তফা কামাল আতাতুর্কের মাধ্যমে সালতানাতের বিলুপ্তি ঘটে। এর পূর্বে অটোম্যানরা দাপিয়ে ফিরেছে পারস্য সীমান্ত থেকে ভিয়েনা পর্যন্ত। নিশ্চিতভাবেই তারা ছিলো সমকালের অন্যান্য রাজন্যবর্গের থেকে অধিকতর সাংগঠনিক, সমরকুশলী এবং কূটনৈতিক। তার চেয়েও বড় কথা- তাদের সাথে ছিলো জেনেসারি বাহিনী। ইউরোপের প্রথম স্থায়ী পেশাদার সামরিক বাহিনী।